[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে সাদ্দাম হোসেন (৩২) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম হোসেন ২ সন্তানের জনক। এবং বাজেবকসা আমজুয়ান গ্রামের কাচামাল ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার(১৯ অক্টোবর)সকালে উপজেলার বাজেবকসা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৫নং বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।
পরিবারের স্বজনেরা জানান, রাতে অটো চার্জ দিয়ে ঘুমাতে যায় সাদ্দাম। প্রতিদিনের মতো সকালে অটো থেকে চার্জার খুলতে গেলে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা অটো চালক সাদ্দামের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
রাণীশংকৈল থানা ওসি এস.এম জাহিদ ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া সাদ্দামের লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কোনো মামলা হয়নি।