রাণীশংকৈলে একদিনে স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৪০, মৃত্যু ১

রবিবার, জুলাই ৪, ২০২১,৯:৫১ অপরাহ্ণ
0
7

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪০ জনের দেহে। নতুন করে মৃত্যুও হয়েছে আরো ১ জনের।

একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী  শনাক্ত হয়েছেন এবং তার ৪ মাসের শিশু সন্তান সহ পরিবারের সকলেই সংক্রমিত হয়েছেন।

রোববার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন রাণীশংকৈল উপজেলায়  যে ভাবে করোনা সংক্রমিত রোগী বাড়ছে তাতে হাসপাতালে অক্সিজেন সংকটে পড়তে হবে আমাদের।তাই আমরা  যদি এখনো সচেতনতা অবলম্বন না করি তাহলে  এ উপজেলায়  করোনা সংক্রমণের হার বেড়ে যাবে।

এ উপজেলায় এ পর্যন্ত  ৪শত ৫৬ জন সংক্রমিত হয়েছেন। যার মধ্যে পরীক্ষা করা হয়েছিল ১ হাজার ৪শ ২২ জনের।এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০১ জন। নতুন করে ১ জন সহ মৃত্যুবরণ করেছেন ১৭ জন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে