[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে শুক্রবার দুপুর ১২ ঘটিকায় ঐতিহ্যবাহী ঘড়িয়াল ডাঙ্গা বিলে ৬১০০ টাকায় টিকিট কেটে বর্শি দিয়ে সর্বোচ বড় মাছ শিকার করে উন্নত মানের একটি ফাইবার বর্শি উপহার লুফে নিলেন চাঁদ মিয়া। বিজয়ী চাঁদ মিয়া উক্ত বিল হতে ৮ কেজি ১০০গ্রাম মাছ শিকার করেন।
ঐতিহ্যবাহী বিল কর্তৃপক্ষের আয়োজনে আগত শিকারির হাতে উপহার তুলে দিলেন রাজারহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নবোর্ড,লেখিকা নাজিরা পারভীন,বীল কর্তৃপক্ষ হুমায়ুন কবীর,মাছ শিকারি মাহবুবুল আলম টিটু বকশী ও জনি বকশী প্রমুখ।
বিল ইজারদার হুমায়ুন কবীর জানান, প্রতিটি টিকিটের বিপরীতে ছয়টি ছিপ দিয়ে নির্দিষ্ট সময়ে মাছ শিকার করতে পাবেন। এবারে ত্রিশ জন মৎস্য শিকারি টিকিট কেটে মাছ ধরছেন বলে জানান বিল কর্তৃপক্ষ।