[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ‘রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের’ বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ পূর্বক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতামত সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাক্তন, বর্তমান ও উপজেলা বাসীর ব্যানারে উপজেলা সদরের রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাকারিয়া সুমন, মো. আবুল হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন তালুকদার জুয়েল ও ছাত্রলীগ নেতা মো. রাজিব ফরাজী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. আমির খরসু বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব রুবেলসহ প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও উপজেলার সর্বস্তরের জনতা উপস্থিত হয়ে সকলে তাদের মতামত ও গণস্বাক্ষর প্রদান করেন।
উল্লেখ্য মতামত সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত চলবে।