রাজাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০,১:৪১ অপরাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি  সরকারি পরিকল্পনা মাফিক ভিটামিন এ প্লাস খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ সোহাগ হাওলাদার সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকতাবৃন্দ।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। এ সময়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে বলে সভায় জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আবুল খায়ের মাহমুদ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে