[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়েছেন ।
আজ সোমবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হয় সকাল ১০টায়। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধরা যুক্ত হয়েছেন।
এতে প্রধানমন্ত্রী জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।