রাজশাহীর চারঘাটে অটোরিকশার ধাক্কায় ১ শিশু নিহত

শনিবার, জুলাই ২০, ২০১৯,৮:৫৯ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে মিম খাতুন (৮) নামে এক শিশু । এ দুর্ঘটনা ঘটে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার জাইগিরপাড়া এলাকায় বাঘা-চারঘাট সড়কে ।

শিশু মিম জাইগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো। এ দুর্ঘটনা ঘটে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় । মিম পাশের পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে।

এই তথ্য নিশ্চিত করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম । তিনি জানান, সড়ক পারাপারের সময় শিশু মিমকে প্রথমে অটোরিকশাটি ধাক্কা দেয় । পরে তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে  নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। কিন্তু পথেই মৃত্যু হয় ওই শিশুর । দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালককে গ্রামবাসী আটক করেন । পরে তাকে নেওয়া হয়েছে পুলিশের হেফাজতে । ওসি আরও জানান, তার স্বজনরা নিহত শিশুর লাশ বাড়ি নিয়ে গেছেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে