[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে গতকাল রাজশাহী জেলার বহরমপুর এলাকায় সহায় সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলাম এর নির্দেশনায় মেজর রিয়াজের উপস্থিতিতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ।
বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর আয়োজনে আজ ১০০টি অসহায়, দুঃস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে শুকনো ত্রাণসামগ্রী হিসেবে প্রতিজনকে ৭ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি তেল ও ২৫০ গ্রাম করে লবন দেয়া হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।