রাজশাহীতে ট্রাকচাপায় বিজিবি সদস্য ও তাঁর স্ত্রী নিহত

বুধবার, অক্টোবর ৯, ২০১৯,৮:০৯ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজশাহীর পুঠিয়ায় একজন বিজিবি সদস্য ও তাঁর স্ত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে তারা দুজনে পুঠিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলযোগে। পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিক্স বিল্ডিং এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হলেন নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মো. আজিম উদ্দীন (৪২) ও তাঁর স্ত্রী পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে তারা যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় লাগে মোটরসাইকেলের। এতে তারা দুজন পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে