[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজশাহীতে সড়কের দুই পাশের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর নওদাপাড়া আমচত্বর থেকে অভিযান শুরু হয়। তৃতীয় ও শেষদিনে এ পর্যন্ত অবৈধভাবে গড়ে তোলা শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ উচ্ছেদ কার্যক্রম। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব মাহবুবর রহমান ফারুকী।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত অনুমোদিত চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ এবং রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রথমদিনের অভিযানেও দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে হয়েছিল।





























