[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যশোরের অভয়নগরের দুইটি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী শুকনো মুড়ি আর পানি দিয়ে রাজপথে ইফতার করলেন ।
বুধবার দ্বিতীয় রমজানেও বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিক-কর্মচারীরা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাজপথে আছর ও মাগরিবের নামাজ পড়াসহ ইফতার করেন।
এ সময় বকেয়া মজুরিসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জেজেআই শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (১৭৫৮) সিবিএ ও বাংলাদেশ পাটকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র কামরুজ্জামান চুন্নু।
তিন ঘন্টার রাজপথ-রেলপথ অবরোধ চলাকালে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়ক ও রেলপথের যাত্রীরা।