[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ছয় হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) রাজধানীর যাত্রাবাড়ী থেকে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১০ উত্তর যাত্রাবাড়ী এলাকায়। আটক নারীরা হলেন- রুবি আক্তার (৩৫) এবং মোমেনা খাতুন (৪০)।
এ ব্যাপারে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, উত্তর যাত্রাবাড়ীর ফারুক সরকারের খাবার হোটেলের সামনে অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে। দুই নারী মাদক কারবারিকে আটক করা হয় অভিযানে। এ সময় ছয় হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি হ্যান্ড পার্টস জব্দ করা হয় তাদের কাছ থেকে।
তিনি আরো বলেন, পেশাদার মাদক কারবারি আটক আসামিরা। তারা পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে দীর্ঘদিন যাবত। যাত্রাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।