[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যাত্রীবাহী বাসের ধাক্কায় মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল হালিম গতকাল শনিবার বিকেল পোনে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে গণমাধ্যম নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, শনিরআখড়ার সনটেক এলাকায় বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।