রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ বৃষ্টি

মঙ্গলবার, মে ১৪, ২০১৯,৮:২৮ পূর্বাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর রাজধানী ঢাকাসহ  টানা কয়েকদিন গরমের পর দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ বৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে এই বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর।

আবহাওয়াবিদ মো. শাহিন গণমাধ্যমকে জানান, ফণীর প্রভাবে রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ৪ মে । সারাদেশেই সোমবার রাতে  মোটামুটি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আরও কয়েক দিন এই বৃষ্টি  থাকতে পারে।

এদিকে, ফণীর আঘাতের পর শুরু হওয়া তাপদাহের মধ্যে রমজান মাস চলে আসে । গরমের তীব্রতা বাড়ায় ঢাকা নগরবাসীর মধ্যে দেখা যায় চরম অস্বস্তি।  দেশের বিভিন্ন অঞ্চলেই গরমের কারণে দেখা যায় সেই  অস্বস্তি । রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরে অপেক্ষার অবসান হয়ে  হলো স্বস্তির বৃষ্টি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে