[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এক বাসায় স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে নিজে ঢামেকে চিকিৎসা নিতে যান রাজধানী মতিঝিলের আরামবাগে। তিনি সেখানেই আটক হন। পরে ছবি কুরি (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে। পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছেন ঘাতক স্বামী গোপাল চন্দ্র কুরি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা। তিনি বলেন, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে আঘাত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। আরামবাগ এলাকার ১৮২/এ নম্বরের বাড়িতে থাকতেন তারা। স্বামীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। আপাতত জানা গেছে, নিহত ছবি কুরি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। তাদের তিন মেয়ে। দেশের বাইরে থাকেন তারা সবাই।