রাজধানী আগারগাঁওয়ে বিশেষ যাকাত মেলা

রবিবার, মে ১২, ২০১৯,১১:২৭ পূর্বাহ্ণ
0
62

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুই দিনব্যাপী রাজধানীতে আগারগাঁওয়ে বিশেষ যাকাত মেলা ২০১৯ শুরু হয়েছে। গতকাল বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের মধুমতি হলে রোগী কল্যাণে সমাজসেবায় বিশেষ যাকাত মেলার উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-পরিচালক লামিয়া ইয়াসমিন, শাহানা আলম ও সাখাওয়াত হোসেন তালুকদার প্রমুখ।

যাকাত মেলায় ২৮টি প্রতিষ্ঠান অনুদান সংগ্রহ করছে। এগুলোর মধ্যে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট টি বি হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল, মাতৃসদন ও শিশু সদন হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মহানগর জেনারেল হাসপাতাল, ডা: এম আর খান শিশু হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা কমিউনিটি হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল উল্লেখযোগ্য।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে