রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৫:২৭ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে। নিহতের নাম রনি (২২)।আহতরা হলেন- শোভন, (২৩) ও শামীম (২৩)। ওরা তিনজনই বন্ধু। ধনিয়া আদর্শ স্কুল এলাকায় তাদের বাসা।

জানা গেছে, দুর্ঘটনার পরপর স্থানীয় পথচারী সালমানসহ কয়েকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে আনার পর রাত সাড়ে ১০টায় দিকে রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃত রনির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।’

আহত শামীমের ভাই জামাল বলেন, ‘তারা তিনজনই একই এলাকায় থাকে। ব্লেজার কেনার জন্য বের হয়েছিল। পরে খবর পাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে আসি।’ পথচারী সালমান বলেন, ‘হানিফ ফ্লাইওভার ঢালে মোটরসাইকেল নিয়ে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে টিম পাঠিয়েছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে