[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর শেরে বাংলা নগরে হানিফ মিয়া (৪৫) নামে একজন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। গতকাল শনিবার মধ্যরাতে এ বন্দুকযুদ্ধ হয় শেরে বাংলা নগরে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হানিফ মিয়ার বাড়ি। তার বাবার নাম বিদ্যা মিয়া।
র্যাব সূত্র জানিয়েছে, শেরে বাংলা নগরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি করে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি করে। এতে হানিফ মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।