রাজধানীর শাহবাগ এলাকায় ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোটসহ চারজন আটক

মঙ্গলবার, মে ১৪, ২০১৯,৮:০৫ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে, সোমবার শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮), মিন্টু ব্যাপারী (৩২), রুবেল ব্যাপারী (৩২) ও দুলাল মিয়া (৬০)।

ডিএমপি সূত্রে জানা  এ  ব্যাপারে গেছে, আটককৃতরা জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করে আসছিলো। সংঘবদ্ধ হাবিব  এ চক্রটির দলনেতা ।

শাহবাগ থানায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে