[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূরী-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
এদিকে লঞ্চডুবির সেই ভয়াবহ মুহূর্তটি নদী তীরে স্থাপন করা একটি সিসি ক্যামেরায় উঠে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ময়ূরী-২ নামের একটি বড় লঞ্চ মর্নিং বার্ড নামের ওই ছোট লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তেই এই দুর্ঘটনা ঘটে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লঞ্চটি নদীতে ডুবে যায়।
দেখুন সেই সিসিটিভির ভিডিওটি-