[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিমানবন্দর আমর্ড পুলিশ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করেছে ইয়াবাসহ। গতকাল রবিবার দুপুরে কামাল (৩০) নামের এই ব্যক্তিকে আটক করা হয় ৪৬৬টি ইয়াবা ট্যাবলেটসহ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর গ্রামের চান মিয়ার ছেলে কামাল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কামাল নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ-৯৩৬) কক্সবাজার থেকে গতকাল দুপুর দেড়টার ঢাকায় আসেন। বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে অনুসরণ করেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করেন তাঁর পাকস্থলীতে ইয়াবা থাকার কথা। এরপর তাঁর পাকস্থলী থেকে বের করা হয় ১৩টি খেজুরের মতো দেখতে পোটলা। সেগুলোর ভেতরে পাওয়া যায় ৪৬৬টি ইয়াবা ট্যাবলেট।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে কামালের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন যে তাঁকে ভাড়া করে কক্সবাজারে নিয়ে যান কাপাসিয়ার আবুল হোসেন মাস্টার। তিনি ইয়াবা সংগ্রহ করেন টেকনাফের হ্নীলা থেকে।





























