[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর দুই মসজিদে সীমিত পরিসরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলের বেশ কিছু নেতাকর্মী অংশ নেন। এরপর বনানী কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
ধানমন্ডি থেকে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ বনানীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বনানীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এভাবে জানাজা হচ্ছে।
জানাজা শেষে গার্ড অব অনারের পর মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে।