[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ। গ্রেপ্তারকৃত নারীর নাম আসমা আক্তার মুন্নি (৩৪)। গতকাল রবিবার র্যাব রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া থেকে সেই নারীকে গ্রেপ্তার করে বিকাল ৪টার দিকে। র্যাব-২ এর উপ-অধিনায়ক ও সদর কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আলী জানান ইয়াবাসহ নারীকে গ্রেপ্তারের বিষয়টি।
তিনি বলেন, রবিবার বিকাল ৪টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ায় অভিযান চালিয়ে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সেই নারীকে গ্রেপ্তার করা হয়। তুরাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে। র্যাব জানিয়েছে সেই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যেই ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে বলেন তুরাগ থানার ওসি নুরূল মোত্তাকিন।