রাজধানীর ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০,৭:২৪ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে কর্তৃপক্ষ প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্তের পর। সোমবার এ কথা জানানো হয়, ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ডা. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ডা. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

প্রাণ কানাই সাহা বলেন, ‘উক্ত আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে কারণে এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।’ অধ্যাপক কানাই সাহা আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে