[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটকের পাশাপাশি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে কাকরাইল মসজিদের সামনে। জানা যায়, র্যাব সদস্য হাসান মাহমুদ ও তার সহকর্মী র্যাব সদর দফতরর থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় পরে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালের আগৈলঝাড়ায় নিহত র্যাব সদস্য হাসান মাহমুদের বাড়ি।