রাজধানীর কদমতলীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২০,৬:২১ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর কদমতলীতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ। গত মঙ্গলবার বিকেল তাঁদের গ্রেপ্তার করা হয় সাড়ে ৪টার দিকে পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে।গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার হামিদ খান (৪৫), হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)। 

ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া জানান, ৪৫ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, চার বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও চারটি প্রিন্টারের কালি জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে। জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য তাঁরা প্রত্যেকে। তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে এ ঘটনায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে