রাজধানীতে ২৭ জানুয়ারি রাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০,৪:৫৮ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত আসন্ন ঢাকার সিটি নির্বাচন উপলক্ষে রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ নিষেধাজ্ঞার আওতায় থাকছেন না বৈধ কার্ডধারী সাংবাদিকরা। 

গতকাল নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সব ধরনের অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে