রাজধানীতে ১ কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুইজন

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০,৫:১১ অপরাহ্ণ
0
8

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাজধানীর মগবাজার এলাকার একটি জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে। গতকাল রাতে র‍্যাব-২ সদস্যরা এই অভিযান চালিয়েছে।

র‍্যাব-২ এর উপঅধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর বড মগবাজারে অভিযান চালিয়ে জাল টাকার কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে থেকে এক কোটির বেশি জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দসহ রিফাত ও পলাশ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, কারবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল। বিশেষ করে ঈদুল আজহায় গবাদি পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই চক্রটি। এরই মধ্যে তাদের বানানো এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করছিল ১৮ থেকে ২০ হাজার টাকায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে