রাজধানীতে হিযবুত তাহরীরের ১ সদস্য আটক

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০,১:২৬ অপরাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তির নাম সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার (২৫)।

গতকাল বুধবার কায়সারকে আটকের বিষয়টি জানান এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ। তার কাছ থেকে ১টি কম্পিউটারের সিপিইউ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

আটক ইসতিয়াক খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

হারুন অর রশিদ জানান, গত ১৮ নভেম্বর দক্ষিণখান থেকে হিযবুত তাহরীরের ৪ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ ইসতিয়াককে আটক করা হয়। তিনি হিযবুত তাহরীরের ঢাকা মহানগরী ও গাজীপুর দক্ষিণ এলাকায় দায়িত্বশীল আল মাহমুদের প্রধান সহযোগী।

গত ১৮ নভেম্বর কায়সারকে দক্ষিণখান থানায় দায়েরকৃত একটি মামলায় (নং-৪০) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে