রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩, ২০২০,৪:৩১ অপরাহ্ণ
0
9

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।

তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার (২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ  বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ১১০ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ১ কেজি ১২৫ গ্রাম গাঁজা ও ৩০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

ওয়ালিদ হোসেন জানান গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে