[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীতে ২৮ জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল শনিবার ভোর ৬টা থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ৩৮ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।