রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬০

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২০,৭:৪৮ অপরাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করেছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ  মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

ওয়ালিদ জানান, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ  মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ওয়ালিদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে