রাজধানীতে জমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রবিবার, মে ৩, ২০২০,২:২৬ অপরাহ্ণ
0
91

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজধানীর গুলশানের প্রগতি স্মরণী এলাকায় ব্যাগের ভেতর থেকে। 

আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।

এ সম্পর্কে গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, জমজ দুই নবজাতকের বয়স পাঁচ ছয় মাস হবে। কেউ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে একটি বাজারের ব্যাগ থেকে মেয়ে নবজাতকের মরদেহ বের করে। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে