[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন গ্রামে ।
নিহতের নাম মো. খলিলুর রহমান হাওলাদার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরইমারশন গ্রামের কৃষক খলিল বাড়ির পাশের খালে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয় ঘটনাস্থলেই ।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো. আলী আহম্মেদ জানান, বজ্রপাতে খলিল নামের এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে ।