[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত শুক্রবার রাউজান কলমপতি গ্রামে একটি মাঠে কলমপতি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৫ম তম কলমপতি প্রেমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং ডাবুয়া ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড, কলমপতি গ্রামের ইউপি সদস্য ওবায়দুল হক চৌধুরী মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাপলু কুমার দে, ত্রিদীপ সরকার কাজল, অমল সরকার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক সজল দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমর কৃষ্ণ দে।
উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দে বলেন, এক সময় এই গ্রামে ছেলে-মেয়েরা লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড থেকে পিছিয়ে ছিল। ২০১৫ সাল থেকে এ পরিষদ প্রতিষ্ঠা লাভের পর গ্রামের রাস্তা-ঘাট থেকে শুরু করে পড়ালেখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অনেক এগিয়ে। শুধু তাই নয়, দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখা, মেয়ের বিবাহ, বস্ত্রদান থেকে শুরু করে গ্রামের বিভিন্ন দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পরিষদ।
উদ্বোধকের বক্তব্যে ইউপি সদস্য ওবায়দুল হক চৌধুরী মাহমুদ পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরে বলেন, ২নং ডাবুয়াতে অনেক পরিষদ দেখেছি, কিন্তু এই পরিষদের মত প্রশংসা অর্জন করতে পারেনি। তাই তিনি পরিষদের সকলকে ধন্যবাদ জানান এবং খেলোয়াড়দের সুশৃংখল ও ভালো খেলার পরামর্শ দেন।





























