রাউজানে করোনা সচেতনতামূলক প্রচার, হাত ধোয়া ও লিফলেট বিতরণ

রবিবার, মার্চ ২২, ২০২০,৭:২২ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কলমপতি সমাজল্যাণ পরিষদের উদ্যোগে রাউজান কলমপতি গ্রামে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচার, হাত ধোয়া ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সারাদিন ব্যাপী গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাস সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন কলমপতি সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। পরিষদের সাধারণ সম্পাদক সজল দে ও স্বাস্থ্য অফিসার ত্রিদ্বীপ সরকার কাজল এ কাজে নেতৃত্ব দেন।

পরিষদের সাধারণ সম্পাদক সজল দে বলেন, বিশ্বব্যাপী এখন আতংকের নাম করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাই সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। স্বাস্থ্য অফিসার ত্রিদ্বীপ সরকার কাজল বলেন, শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে। তবে সতর্কতা ও সরকারি বা বেসরকারি ভাবে যে দিকনির্দেশনাগুলো দিয়েছে তা মেনে চললে এ ভাইরাস থেকে মুক্ত থাকা যায়। সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহ পরিষদের সাধারণ সম্পাদক রাজু দে, সাংগঠনিক সম্পাদক সুমন দে, অর্থ সম্পাদক সমর কৃষ্ণ দে, আইন বিষয়ক সম্পাদক তন্ময় চৌধুরী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কার্তিক দাশ, ক্রীড়া সম্পাদক হিমেল চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক বিষু সরকার, ধর্ম সম্পাদক রাজু দাশ, সদস্য দিলীপ দাশ, রিংকু দাশ, পিন্টু চক্রবর্ত্তী, জয় দে, শংকর চক্রবর্ত্তী প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে