রবের মহিমা

সোমবার, ডিসেম্বর ১৪, ২০২০,১:২০ অপরাহ্ণ
0
109

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেবিন আক্তার

রবের মহিমা অপার!
এক অদৃশ্য ছায়া!
মাথার উপর বিরাজ করে
নিরাপত্তা বলয় সাদৃশ্য!
যখনি দুঃখ বেদনা, যন্ত্রণা, হতাশা
বিচলিত করে মনকে!
রবের মহত্বে
শক্তি সঞ্চিত হয় প্রাণে!
উদ্বুদ্ধ হই, উদ্যমী হই
হতাশা, দুঃখকে ঝেরে ফেলে!

যখনি রাগ, ক্ষোভ, ঘৃণা
দূষিত করে অন্তরকে
তখনই রবের অবারিত ভালোবাসায়
নিবৃত্ত করি নিজেকে!
স্বস্তি লাভ করি!
মনের ইচ্ছাগুলো রূপ নেয় বাস্তবে!
একি রবের মহিমা নয়?
রবের উপর বিশ্বাস, আস্থা, ভালোবাসা,
নির্ভরতা দৃঢ় হয় অহোরাত্র!

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে