রবিবার থেকে বন্ধ সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২০,৪:৫৩ অপরাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ রেলওয়ে করোনা পরিস্থিতিতে আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রবিবার (২১ জুন) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস বন্ধ করা হবে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান। 

তিনি বলেন, দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত (৩১ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এ ছাড়া করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে