[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী রবিবার (২১ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে করোনার কারণে প্রায় দুই মাস স্থগিত থাকার পর। আগ্রহী ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার থেকে সপ্তাহে একবার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


























