রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আদালতে ২ যুবকের জবানবন্দি গ্রহণ

সোমবার, আগস্ট ২৬, ২০১৯,৯:০৯ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ২ যুবক। এ জবানবন্দি গ্রহণ করা হয় রোববার (২৬ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহীর আদালতে। পুলিশ জানায়, শুক্রবার রাতে রুবেল ও আলমগীলসহ ৩ বখাটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় টিউবওয়েল থেকে পানি আনার সময়। পরে তাকে তারা গণধর্ষণ করে।

মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অচেতন অবস্থায়। এ ঘটনায় নির্যাতিত মেয়েটির বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল ও আলমগীরকে গ্রেফতার করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে