রংপুরে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ উদ্ধারসহ গ্রেফতার ৭

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০,৫:৪৮ অপরাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীতে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন অফিসের পিয়ন।

আজ (২১ জুলাই, ২০২০) বেলা ১.৩০ মিনিটের দিকে মাহিগঞ্জ থানায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাহিগঞ্জ দেওয়ান টুনি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহমান (৪৫), মাহিগঞ্জ গ্রামের মৃত আলীউল্লাহ্’র ছেলে হাশেম রেজা (৪২), মাহিগঞ্জ গ্রামের বক্ষ গোপালের ছেলে কমল চন্দ্র রায় (৪১), মাহিগঞ্জ বকচি গ্রামের শ্রী বৈশাখ চন্দ্র রায়ের ছেলে ধীরেন চন্দ্র বর্মন (৩৪) ও দীপাল চন্দ্র বর্মন (৩০), পীরগাছা উপজেলার পাঠক শিখড় গ্রামের মৃত এজহার আলীর ছেলে খন্দকার আব্দুস সালাম (৫৫), রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং নগরীর নিউ জুম্মা পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সাহের জামান (৫৩) গ্রেফতার কৃতরা সবাই রংপুর জেলার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব কাজী মুওাকী ইবনু মিনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক মাহিগঞ্জ থেকে ফার্মেসীর মালিক হাশেম রেজা ও কমল চন্দ্র রায় এবং একই সাথে রঘুবাজার থেকে ধীরেন চন্দ্র বর্মন ও দীপাল চন্দ্র বর্মন কে পুলিশ গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরনের সরকারি ওষুধ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন থেকে এইভাবে বিনামূল্যে বিতরণের সরকারি ঔষধ বিক্রি করে আসছেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের কাছ থেকে এই ধরনের সরকারি ঔষধ গুলো সংগ্রহ করে বিক্রি করে আসছে।

তিনি আরো বলেন, একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন অফিসের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে আটক করা হয়।

গ্রেফতার কৃতদের কাছ থেকে ২৯ প্রকারের প্রায় দুই লক্ষ টাকার বিনামূল্যের বিতরনের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে। একই সাথে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহাকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ্ আলম সরদার প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে