যুবলীগ নেতা ওমর ফারুকের হত্যা মামলার ২ আসামি বন্দুকযুদ্ধে নিহত

শনিবার, আগস্ট ২৪, ২০১৯,৯:০২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কক্সবাজারে পুলিশের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশ বলছে, যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহতরা। এ ঘটনা ঘটে শনিবার (২৪ আগস্ট) ভোরে টেকনাফে। পুলিশ জানায়, ওমর ফারুক হত্যা মামলার আসামিরা জামিমুরা পাহাড় এলাকায় অবস্থান করছে- এমন খবরে অভিযানে যায় তারা। 

এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পাল্টা পুলিশও গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা আসামির মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয় দু’টি বন্দুক ও নয় রাউন্ড গুলি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে