[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের। তবে গত কমিটির বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ড ও বয়সের কারণে বাদ পড়েছেন ৭৩ জন। কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রলীগ ও তৃণমূলের প্রায় ৩০ জন নতুন মুখ। এ ছাড়াও নতুন এই কমিটিতে গুটি কয়েকজন সাংবাদিকও জায়গা পেয়েছেন।
আজ শনিবার সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব আকারে উত্থাপন করেছেন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।