যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতির সিদ্ধান্ত

শনিবার, আগস্ট ৭, ২০২১,১১:৩৭ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। তিনি জানান, যুবগলীগের সাধারণ সম্পাদক সন্ধ্যায় সই করেছেন অব্যাহতি পত্রে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০২০ সালের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।  ওই কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছিল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে