যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৫

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯,৫:২৫ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায়একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির একটি সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক কার্লে আন ম্যাককর্ড। বিমানটি বিধ্বস্ত হয় লাফায়েতে শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে। প্লেনটিতে মোট ছয়জন আরোহী থাকলেও দুর্ঘটনায় এক আরোহী বেঁচে গেছেন।

উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার স্থানীয় সময় সকাল ৯:২২ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেরও ক্ষতি হয়েছে। বিমানটি একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে