যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি করে হত্যা

মঙ্গলবার, মে ২৮, ২০১৯,১০:২৩ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জয়নুল ইসলাম (৬০) নামের এক বাংলাদেশি ট্যাক্সিচালক গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রে। শুক্রবার রাতে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে তিনি নিহত হন বলে জানা গেছে।  

 জয়নুল ইসলামের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।

পুলিশের বরাত দিয়ে মিশিগানের কমিউনিটি নেতা সৈয়দ শাহেদুল হক জানান, তারাবির নামাজ শেষে ট্যাক্সি নিয়ে বের হওয়ার পর ডেট্রয়েট শহরের মিড টাউন কলিংউডে গুলিবদ্ধ হয়ে নিহত হন এই বাংলাদেশি। 

সৈয়দ শাহেদুল হক বলছেন, জয়নুল ইসলাম ডেট্রয়েটের বাসিন্দা। তিনি কাশ্মীর স্ট্রিতে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ট্যাক্সি চালাতেন রাতের শিফটে । 

পুলিশ বলছে, কলিংউডের ৬০০ ব্লকে একজন যাত্রী নামানোর পর সে চলে যাচ্ছিল ভাড়া না দিয়েই । এ সময় জয়নুলের সঙ্গে ওই যাত্রীর তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে যাত্রীটি জয়নুলকে গুলি করে। 

পুলিশ জানায়, গুলিবিদ্ধ জয়নুল ট্যাক্সি চালিয়ে ওই স্থান ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ট্যাক্সির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাক্সিটি পথের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আর সেখানেই মারা যান জয়নুল।

রবিবার যোহর নামাজের পর মসজিদ উন নূরে নিহত জয়নুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ডিয়াবর্ন মুসলিম গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

জানা গেছে, ডিভি লটারিতে জয়ী হয়ে ১৫ বছর আগে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন জয়নুল। বড় মেয়ের বিয়ে উপলক্ষ্যে আগামী ২০ জুন তার পরিবারের বাংলাদেশে যাওয়ার কথা ছিল।

এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার  মানববন্ধন করেছেন প্রবাসীরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে