যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে তরুণরা

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯,৯:২৫ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামীকাল যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। দেশটিতে ১৯২৩ সালের পর প্রথম ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় কোন্দলে জর্জরিত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জন্য নতুন দিক নির্দেশনা বয়ে আনবে এ নির্বাচন। আর লেবার পার্টির সামনে দীর্ঘ বিরতির পর ক্ষমতায় আসার হাতছানি। দুটি দলই নতুন নিবন্ধিত ভোটারদের দিকে তাকিয়ে আছে।

ব্রিটিশ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ নির্বাচনে, তরুণ ভোটাররা সব হিসাব-নিকাশের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। ব্রিটেনে সাধারণত তরুণদের ভোট দেয়ার প্রবণতা খুবই কম। তবে এবারের নির্বাচনে এর ব্যতিক্রম হতে পারে বলে মনে করছেন লন্ডনের মেয়র সাদিক খান। এবারের নির্বাচনে শুধু ভোটার হিসেবেই নয়, প্রার্থী হিসেবেও তরুণদের উপস্থিতি লক্ষণীয়। বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনে বিরুদ্ধে নির্বাচনে লেবার পার্টির হয়ে লড়ছেন ২৫ বছর বয়সী আলী মিলানী।

ভোটার নিবন্ধনের শেষদিনে তরুণদের অংশগ্রহন ছিল সবচেয়ে বেশি। তাই ধারণা করা হচ্ছে এ নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন তরুণ ভোটাররা। তবে সবশেষ জরিপ অনুযায়ী তরুণদের মাঝে জনপ্রিয়তায় কনজারভেটিভের চেয়ে এগিয়ে আছে লেবার পার্টি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি চুলচেরা বিশ্লেষণ করেই তরুণরা প্রধানমন্ত্রী বেছে নেবেন বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে