যাত্রী সংকটে বন্ধ হলো সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস ট্রেন

রবিবার, জুন ২১, ২০২০,৮:০২ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ রবিবার (২১ জুন) থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িক বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ করোনাভাইরাসের প্রভাবে যাত্রী সংকটের কারণে। এর আগে গতকাল শনিবার (২০ জুন) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনও।

আজ রবিবার উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়নি। এর আগে শনিবার সকালে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পর বিকেল ৫টায় ঢাকায় ছেড়ে যায়নি। 

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এএমএম শাহনেওয়াজ গণমাধ্যমকে বলেন, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে এ দুটি ট্রেন সাময়িক বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, ১৫ জুন ঢাকা-চট্টগ্রামের কয়েকটি এলাকায় রেডজোন ও ১৬ জুন সাধারণ ছুটি ঘোষণা করায় ট্রেনে যাত্রীসংখ্যা কমে গেছে। এজন্য শনিবার থেকে সোনার বাংলা ও রোববার থেকে উপকূল এক্সপ্রেস সাময়িক বন্ধ থাকবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে