[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, স্বপন (২৫), ফজলে রাব্বি (১৯) ও ইয়াসিন (২১)।
উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্বপনের পিতার নাম নান্নু মিয়া। ফজলে রাব্বির পিতা- হুমায়ন কবির, ইয়াছিনের পিতা মৃত আমির উদ্দিন।
এ সময় তাদের কাছথেকে জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি চাকু, পাঁচটি ব্লেড ও নগদ ৫০০ টাকা। র্যাব জানিয়েছে ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশ এলাকায় পথচারীদের নিকট হতে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। জানা গেছে ধৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।