[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাবুল শেখ (৫০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য (টিএসআই) নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায়। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) এই দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১০টার দিকে।
নিহত বাবুল শেখ পাবনার বেড়া উপজেলার বকচর গ্রামের মৃত জাফর শেখের ছেলে। রাজধানীর যাত্রাবাড়ীর সামাদনগর মৃধা বাড়ি এলাকায় নিজ বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
পুলিশ জানায়, বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।